বগুড়া-৪ আসনে মমতাজেই আস্থা আ.লীগের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ২৪ নভেম্বর ২০১৮

বিগত যে কোনো সময়ের চেয়ে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আওয়ামী লীগ সুসংগঠিত। এক সময়ের বিএনপি জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে এবার নৌকার পালে হাওয়া লেগেছে।

সেই কারণেই আগামী সংসদ নির্বাচনে আসনটি নিজেদের করে নিতে মাঠে নেমেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন।

তার নেতৃত্বে গত কয়েক বছরে এই দুই উপজেলায় সাংগঠনিকভাবে দল যেমন শক্তিশালী তেমনি ভোটাররাও এখন আগ্রহী হয়েছে নৌকার প্রতি। যে কারণে এই দুই উপজেলায় আওয়ামী লীগের কর্মিসভাগুলো জনসভায় পরিণত হয়েছে। তরুণ যুবকদের পাশাপাশি নারীদের মাঝে বেড়েছে নৌকার কদর।

উত্তর জনপদের প্রবীণ রাজনীতিবিদ আলহাজ মমতাজ উদ্দিন অর্ধশতাব্দি ধরে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২নং সদস্য তিনি।

বগুড়া করোনেশন স্কুলের ছাত্র থাকাকালীন সময়ে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্রলীগের রাজনীতিতে যোগদান করেন তিনি। ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের সময় বিহারিদের ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত বগুড়া অটোজ এবং জামিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ পোড়ানোর মামলায় গ্রেফতার হন মমতাজ।

'৬৯ সালে বৃহত্তর বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। সেই থেকে পথচলা শুরু। স্বাধীনতা যুদ্ধে মুজিব বাহিনীর প্রথম ব্যাচ হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং বগুড়ার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

'৭২ সালে যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, '৭৫ পরবর্তী বঙ্গবন্ধু হত্যার পর দুঃসময়ে বগুড়ায় আওয়ামী লীগের হাল ধরেন তিনি।

প্রথমে প্রচার সম্পাদক, তারপর সাংগঠনিক সম্পাদক পরবর্তী সময়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন মমতাজ। ১৯৮২ সালে কাউন্সিলের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ১৯৯২ সালে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে ১৯৭১ সালের ২৩ মার্চ আলতাফুন্নেছা খেলার মাঠে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী মমতাজ উদ্দিন বগুড়া সদরে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০০৮ সালের নির্বাচনে ৭৪ হাজার ৭শ ভোট পেয়েছেন।

২০১৪ সালের নির্বাচনে তাকে বগুড়া-০৪ আসন থেকে মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ। পরে মহাজোটের কারণে আসনটি জাপাকে ছেড়ে দিলে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন। ওই আসনে জাপার দুর্বল প্রার্থী এবং ভোটারদের কম উপস্থিতির জন্য সহজেই জাসদের বিদ্রোহী প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয় রেজাউল করিম তানসেন। তবে এবারের প্রেক্ষাপট অনেকটা ভিন্ন। সাংগঠনিকভাবে জাসদ বা জাতীয় পার্টির অবস্থা ভালো নয়। আর বিএনপি ভোটে এলে এখানে আওয়ামী লীগ বা মহাজোটের শক্তিশালী প্রার্থী প্রয়োজন বলে মনে করেন এই দুই উপজেলার নেতাকর্মীসহ সচেতন মহল।

সেক্ষেত্রে আওয়ামী লীগ বা মহাজোটের প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের বিকল্প নেই। দুই উপজেলার আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ তৃণমূল পর্যন্ত তাকেই প্রার্থী হিসেবে চায়।

সব মিলিয়ে দুই উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন পূর্বের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। দলীয় নেতাকর্মীদের তৎপরতা, সভা সমাবেশের কারণে সাধারণ মানুষের মাঝেও নৌকার প্রতি আগ্রহ বেড়েছে বলে জানান জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি।

নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম জানান, আলহাজ মমতাজ উদ্দিনের কারণে তৃণমূলের নেতাকর্মীরা উজ্জীবিত। গোটা উপজেলায় নৌকার পালে হাওয়া লেগেছে। তিনি প্রার্থী হলে এ আসনে নৌকার জয় নিশ্চিত।

কাহালু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, দলীয় প্রার্থী এমপি না থাকার কারণে এখানে উন্নয়ন কর্মকাণ্ডে নেতাকর্মীরা সম্পৃক্ত হতে পারেনি। আর কাহালুতে কোনো উন্নয়ন নেই বললেই চলে। আগামী নির্বাচনে এখানে জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন প্রার্থী হলে নৌকা মার্কা বিপুল ভোটে বিজয়ী হবে। সেই লক্ষে মমতাজ উদ্দিনের নেতৃত্বে আমরা তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেছি। এতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

জেলা আওয়ামী লীগের তরুণ নেতা সহ-দপ্তর সম্পাদক মাশরাফি হিরো জানান, এই দুই উপজেলায় তরুণ ভোটারদের কাছে টানতে কর্মসূচি নেয়া হয়েছে। তরুণ ও নতুন ভোটাররা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নৌকা মার্কার প্রতি আগ্রহী হয়ে উঠেছে।

জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন জানান, তিনি বিগত নির্বাচনে এখানে দলীয় মনোনয়ন পেয়েছিলেন তবে জোটের স্বার্থে নেত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। তিনি মনোনয়ন পেলে বগুড়া-৪ আসনটি শেখ হাসিনাকে উপহার দিতে পারবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

লিমন বাসার/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।