আ.লীগ দুই বিএনপি দুই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ২৭ নভেম্বর ২০১৮

কিশোরগঞ্জের ছয়টি আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন ১০ জন। এর মধ্যে দুটি আসনে একক প্রার্থী দেয়া হয়েছে। অপর চারটি আসনে দুইজন করে মনোনয়ন পেয়েছেন।

মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয় থেকে মনোনয়নপ্রাপ্ত নেতাদের হাতে চিঠি তুলে দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মনোনয়নপ্রাপ্ত নেতারা।

জানা যায়, কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ রেজাউল করিম খান চুন্নু এবং কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম শরীফ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম ও মশিউর রহমান হুমায়ুন। ফলে সমীকরণ দাঁড়ায় আওয়ামী লীগ দুই বিএনপিও দুই। তবে শেষ পর্যন্ত কে টিকে থাকেন সেটি দেখার বিষয়।

পাশাপাশি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন এবং জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুজ্জামান কাকন।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস ও করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা সাইফুল ইসলাম সুমন।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল।

এছাড়া কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে মনোনয়ন পেয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।

নূর মোহাম্মদ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।