অটোরিকশার সিটের নিচে ৯ হাজার ইয়াবা, আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১২:৫১ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৮

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৯ হাজার ৭৬৫ পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে বিজিবি। এ সময় ২টি অটোরিকশাও জব্দ করা হয়েছে। রোববার দিবাগত মধ্যরাতে হ্নীলা এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতাররা হলেন- টেকনাফের হ্নীলার মৌলভীবাজার দক্ষিণপাড়ার মৃত বদিউল আলমের ছেলে করিম উল্লাহ (২১) ও একই এলাকার অবরাং এলাকার আবদুর ছফুরের ছেলে এনামুল হক (১৯)।

বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, হ্নীলা ইউপির অবরাং এলাকা দিয়ে অটোরিকশায় বালুখালীতে ইয়াবা পাচার হতে পারে এমন খবর পেয়ে হ্নীলা বিওপির সদস্যরা রাস্তার একপাশে ওৎ পেতে থাকে। এ সময় ২টি অটোরিকশা হৃীলা থেকে বালুখালী যাওয়ার সময় টহল দল থামার জন্য সঙ্কেত দেয়। কিন্তু টহল দলের উপস্থিতি বুঝতে পেরে অটোরিকশা দুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে এর চালকদের আটক করা হয়। এ সময় অটোরিকশার সিটের নিচে লুকানো ৯ হাজার ৭৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সায়ীদ আলমগীর/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।