গাজীপুরে আগুনে পুড়েছে ১৬ বসতঘর
গাজীপুর সিটি কর্পোরেশনের মালেকের বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে চারটি দোকান এবং ১৬টি বসতঘর পুড়ে গেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকির হোসেন জানান, রাত পৌনে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যান। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে মাহবুবা আলমের মালিকানাধীন দুইটি দোকান, বসতবাড়ির ১০ কক্ষ এবং পারুল আক্তারের মালিকানাধীন দুইটি দোকান ও বসতবাড়ির ছয়টি কক্ষ ও মালামাল পুড়ে গেছে। তবে কেউ আহত হননি।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
আমিনুল ইসলাম/এফএ/জেআইএম