টঙ্গীতে জুবায়েরপন্থীদের বিক্ষোভ, তীব্র যানজট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৮

বিশ্ব ইজতেমা ময়দানে মুসল্লিদের উপর তাবলিগের সা’দপন্থীদের হামলার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে মাওলানা জুবায়েরপন্থী মুসল্লিরা।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জুমার নামজের পর থেকে টঙ্গীর বিভিন্ন মসজিদ মাদরাসা থেকে হাজার হাজার মুসল্লি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসে। তারা টঙ্গী স্টেশন রোড থেকে কলেজ গেট পর্যন্ত তিন কিলোমিটার সড়কে অবস্থান নেয়। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে হয়ে যায়।

tongi02

বিক্ষোভকারীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল করতে করতে স্টেশন রোড থেকে কলেজ গেট পর্যন্ত আসে। বিক্ষোভে অংশ নেয়া হাজার হাজার মুসল্লি কলেজ গেট এলাকায় এসে পৌঁছে সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তারা ইজতেমা ময়দানে হামলার ঘটনায় সা’দপন্থীদের বিচার দাবি করেন।

এদিকে মুসল্লিদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সকাল থেকে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টঙ্গী এলাকায় সতর্ক অবস্থানে ছিল। বিকেল সাড়ে ৩টার দিকে মুসল্লিরা মিছিল নিয়ে টঙ্গী স্টেশন রোডে গিয়ে তাদের কর্মসূচি সমাপ্ত করেন।

আমিনুল ইসলাম/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।