এমপি কাশেমের সঙ্গে জাপার কারসাজি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এরশাদ সমর্থিত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক এমপি আলহাজ মোহাম্মদ আবুল কাশেমকে এবার দলীয় মনোনয়ন দেয়া হয়নি। তবে তিনি টাঙ্গাইল-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।

অন্যদিকে, টাঙ্গাইল-৫ আসনে মনোনয়ন দেয়া হয়েছে দলে সদ্য যোগদান করা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও ইনডেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী পীরজাদা শফিউল্লাহ আল মুনিরকে।

যদিও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনটিতে জাতীয় পার্টির প্রার্থী তালিকায় ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কাশেম ও জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। দীর্ঘদিনের নিবেদিত রাজনীতিবিদদের বঞ্চিত করে যোগদানরত ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেয়ায় হতাশা ও ক্ষুব্ধ হয়েছেন দলীয় নেতাকর্মীরা।

ইতিপূর্বে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর এর নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত ও ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হয়ে আসনটিতে জাতীয় পার্টির শক্ত একটি অবস্থান তৈরির অবদানও রাখেন তিনি। যদিও তৎকালীন সময়ে তার বিরুদ্ধে উচ্চ আদালতে ঋণ খেলাপির অভিযোগে মামলা দায়ের করেন বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসান।

এ প্রসঙ্গে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. মামুনুর রহিম সুমন জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মহাজোটবদ্ধ রয়েছে জাতীয় পার্টি। তবে দলীয় মনোনয়ন না পাওয়ার ক্ষোভে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক এমপি আলহাজ মোহাম্মদ আবুল কাশেম টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে স্বতন্ত্রপ্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তবে ইতিপূর্বেই তাকে দলীয়ভাবে শোকজ করা হয়েছিল বলেও জানান তিনি।

আরিফ উর রহমান টগর/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।