টাঙ্গাইলে সাত এমপি প্রার্থী স্কুল পাসেই ব্যর্থ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮

টাঙ্গাইলে স্কুল পাশেই ব্যর্থ সাত ব্যক্তি করছেন সংসদ সদস্য নির্বাচন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে এ জেলার সংসদীয় আটটি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫২ জন। এ প্রার্থীদের মধ্যে স্বাক্ষর বা অক্ষরজ্ঞান থেকে পিএইচডি ডিগ্রিধারীও রয়েছেন। এছাড়াও ১৯ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতকের নিচে। নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্রসহ জমা দেয়া প্রার্থীদের হলফনামা থেকে শিক্ষাগত যোগ্যতার এ তথ্য নিশ্চিত হয়েছে।

স্কুল পাশেই ব্যর্থ ওই সাত সংসদ সদস্য প্রার্থী হলেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তানভীর হাসান ছোট মনির (অক্ষরজ্ঞান সম্পন্ন), টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের তরীকত ফেডারেশনের প্রার্থী আবু হানিফ (অষ্টম শ্রেণি) ও ইসলামী আন্দোলনের খলিলুর রহমান (স্বাক্ষরজ্ঞান সম্পন্ন), টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের ইসলামী আন্দোলনের মির্জা আবু সাঈদ (স্বাক্ষরজ্ঞান সম্পন্ন), টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের প্রগতিশীল গণতান্ত্রিক দলের রূপা রায় চৌধুরী (স্বাক্ষরজ্ঞান সম্পন্ন) ও খেলাফত মজলিসের সৈয়দ মজিবর রহমান (স্বশিক্ষিত) এবং টাঙ্গাইল-৮ (সখীপুর)আসনের এনপিপি’র শফি সরকার (স্বশিক্ষিত)।

এছাড়াও মনোনয়নপত্রসহ জমা দেয়া হলফনামা থেকে শিক্ষাগত যোগ্যতানুসারে টাঙ্গাইলের আটটি আসনের অন্যান্য প্রার্থীরা হলেন, টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. আব্দুর রাজ্জাক (পিএইচডি ডিগ্রিধারী), বিএনপির প্রার্থী সরকার শহিদুল ইসলাম (স্নাতক), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) প্রার্থী আবু মিল্লাত হোসেন (ডিপ্লোমা প্রকৌশলী), ইসলামী আন্দোলন বাংলাদেশের আশরাফ আলী (দাওয়ারে হাদিস) ও সালামত হোসেন খান (এসএসসি পাস)।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু (বিকম সম্মান), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রার্থী জাহিদ হোসেন খান (এমএসসি), ইসলামী আন্দোলনের এসএম শামছুর রহমান (এইচএসসি), বিকল্পধারার মনিরুল ইসলাম (স্নাতক) ও জাকের পার্টির এনামুল হক (এইচএসসি)।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগের আতাউর রহমান খান (স্নাতক), বিএনপির লুৎফর রহমান খান আজাদ (এইচএসসি), বিএনএফের আতাউর রহমান খান (বিএসএস সম্মান), ইসলামী আন্দোলনের রেজাউল করিম (দাওয়ারে হাদিস) ও এনপিপির এসএম চাঁন মিয়া (এসএসসি)।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী (এইচএসসি), ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ও কৃষক শ্রমিক জনতা লীগের লিয়াকত আলী (টেক্সটাইল প্রকৌশলে স্নাতক), স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী (এমএ), জাতীয় পার্টির (জেপি) সাদেক সিদ্দিকী (বিবিএস), জাতীয় পার্টির (এরশাদ) সৈয়দ মোস্তাক হোসেন (এসএসসি পাস), জাকের পার্টির মোন্তাজ আলী (এমএসএস)।

টাঙ্গাইল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ছানোয়ার হোসেন (স্নাতক), বিএনপির মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসান (স্নাতক প্রকৌশলী), জাতীয় পার্টির শফিউল্লাহ আল মুনির (এমবিএ), স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী (স্নাতক) ও আলহাজ আবুল কাশেম (বিএসসি), বিএনএফের শামীম আল মামুন (বিএ) এবং ইসলামী আন্দোলনের খন্দকার ছানোয়ার হোসেন (এসএসসি) ও খেলাফত আন্দোলনের সৈয়দ খালেদ মোস্তফা (এসএসসি পাস)।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আওয়ামী লীগের আহসানুল ইসলাম টিটু (যুক্তরাষ্ট্র থেকে এমবিএ), বিএনপির গৌতম চক্রবর্তী (এলএলবি), তরীকত ফেডারেশনের আনোয়ার হোসেন (এমএসএস), ইসলামী আন্দোলনের আখেনুর মিয়া (এইচএসসি), এনপিপি’র মামুনুর রহমান (এসএসসি) এবং স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম (ব্যারিস্টার অ্যাট ল’) ও আলহাজ¦ আবুল কাশেম (বিএসসি)।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে আওয়ামী লীগের একাব্বর হোসেন (এমএসএস), বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকী (স্নাতক), জাতীয় পার্টির জহিরুল ইসলাম (মাস্টার্স), ইসলামী আন্দোলনের শাহীনুল ইসলাম (এসএসসি)।

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের আওয়ামী লীগের অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (এমএ, এলএলবি), ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী কৃষক শ্রমিক জনতা লীগের কুঁড়ি সিদ্দিকী (এলএলবি), ইসলামী আন্দোলনের আবদুল লতিফ মিয়া (কামিল) ও জাতীয় পার্টির আশরাফ সিদ্দিকী (আলীম)।

আরিফ উর রহমান টগর/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।