কাপাসিয়া থানার ওসির প্রত্যাহার চান বিএনপি প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮

একাদশ সংসদ নির্বাচনে গাজীপুর-৪ আসনে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনায় বাধা, নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের নির্যাতন, গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির প্রার্থী প্রয়াত বিএনপি নেতা আ স ম হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নান রিয়াজ।

সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ প্রার্থীকে জয়ী করতে প্রশাসন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার হয়রানি করছে। কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিকের কারণে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হচ্ছে না।

গত ৫ দিনে বিএনপির ১৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এবং চারজনকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচনী প্রচার চালানোর সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার ও আমাদের কর্মীদের ওপর হামলা চালায়। এ ব্যাপারে আমি কাপাসিয়া থানায় অভিযোগ করার পরও কোনো ব্যবস্থা নেয়নি। তাই অবিলম্বে ওসি আবু বকর সিদ্দিকের প্রত্যাহার চাই। এ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে নির্বাচনী পরিবেশ ও সমঅধিকার সুনিশ্চিত করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, আফজাল হোসেন বেপারী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বেপারী ও কাজী আফতাফ প্রমুখ।

মো. আমিনুল ইসলাম/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।