নৌকা এখন দুঃশাসনের প্রতীক : মান্না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্ট্রের অন্যতম নেতা ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী মাহমুদুর রহমান মান্না বলেছেন এখনকার আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কি-না সন্দেহ আছে। নৌকা এখন দুঃশাসনের প্রতীক আর ধানের শীষ গণতন্ত্রের প্রতীক। সারাদশেরে মত বগুড়ার শিবগঞ্জ ধানের শীষের পক্ষে মানুষ মাঠে নেমেছে। আমরা জিতবো এটা প্রত্যাশা করছি।

বুধবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারের পায়ের নিচে মাটি নাই। এ কারণে প্রশাসন ছাড়াও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নির্বাচনে তাদের পক্ষে ব্যবহার করছে। শুধু তাই নয় আইনের কান দুমড়ে-মুচড়ে ৩০-৩৫টি আসন তাদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, বগুড়া-২ নির্বাচনী এলাকায় ধানের শীষের কোনো পোস্টার রাখা হচ্ছে না। মহাজোটের লাঙ্গল মার্কার প্রার্থীর কর্মী সমর্থকরা ট্রাক ভাড়া করে নির্বাচনী এলাকা ঘুরে ধানের শীষের হাজার হাজার পোস্টার ছিঁড়ে ফেলা শুরু করেছে। শিবগঞ্জের নাগর বন্দরে ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয় ছাড়াও মোকামতলা ও চন্ডিহারায় নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছ। পুলিশ মহাজোট প্রার্থীর পক্ষে সরাসরি কাজ করছে। মহাজোটের প্রার্থী নিজে বিভিন্ন নির্বাচনী সভায় বলছেন শিবগঞ্জে ধানের শীষের কোনো পোস্টার থাকবে না। ধানের শীষের প্রার্থীকে এলাকায় ঢুকতে দেয়া হবে না।

জাতীয় ঐক্যফ্রন্ট্রের এই নেতা বলেন, গত ১৭ ডিসেম্বর রাতে ভায়েরপুকুরে মহাজোট প্রার্থীর নির্বাচনী মোটরসাইকেল বহরে যে হামলার ঘটনা ঘটেছে তা সাজানো। ওই রাতের ঘটনায় থানায় যে ৩৪ জনের নামে মামলা করা হয়েছে তারা প্রত্যেকেই ধানের শীষের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য।

নাগরিক ঐক্যর আহ্বায়ক মান্না বলেন, মহাজোট প্রার্থী বলে বেড়াচ্ছে প্রতিটি ইউনিয়নে ধানের শীষ প্রার্থীর এজেন্টদের নামে মামলা দেয়া হবে। মামলা, ভয়ভীতি উপেক্ষা করে আমরা নির্বাচনী মাঠে আছি এবং ৩০ ডিসেম্বর পর্যন্ত লড়াই করে যাবো। জনগণ আমাদের সঙ্গে আছে। জয় আমাদের নিশ্চিত।

সংবাদ সম্মেলনে শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমআর ইসলাম স্বাধীন প্রমুখ উপস্থিত ছিলেন।

লিমন বাসার/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।