প্রচারণায় ব্যস্ত আ.লীগ, মাঠে নেই বিএনপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীতে নির্বাচনী প্রচার-প্রচারণায় আওয়ামী লীগ প্রার্থীরা ব্যস্ত সময় পার করলেও মাঠে নেই বিএনপির প্রার্থী এবং নেতাকর্মীরা।

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থী ও তার সমর্থকরা রাজবাড়ী-১ ও ২ সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করছেন। কিন্তু বিএনপির প্রার্থী ও তার সমর্থকরা প্রচারণার মাঠে নেই। নির্বাচনী এলাকায় নেই কোনো পোস্টার-ব্যানার।

রাজবাড়ী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী কেরামত আলীর নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভা করছেন তার কন্যা কানিজ ফাতেমা চৈতী। নৌকা মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তিনি। এ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থী থাকলেও তাদের কোনো প্রচার-প্রচারণা নেই। এলাকায় নেই কোনো পোস্টার।

রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও তার সমর্থকরা গণসংযোগ ও পথসভা করে চলছেন। এ আসনে বিএনপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনসহ মোট পাঁচজন প্রার্থী রয়েছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর কোনো প্রচারণা নেই। লাগানো হয়নি কোনো পোস্টার-ব্যানার।

রুবেলুর রহমান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।