মাঠে নেমেছেন প্রধানমন্ত্রীর জামাতা-নাতনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনার হাতেই নিরাপদ, তাই আগামী নির্বাচনে দেশের অগ্রযাত্রায় স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় ভোট দিতে হবে।

সোমবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত কয়েকটি নির্বাচনী পথসভায় প্রধানমন্ত্রীর জামাতা কম্পিউটার ইঞ্জিনিয়ার খন্দকার মাশরুর হোসেন মিতু এসব কথা বলেন।

এ সময় ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের জন্য নৌকা মার্কায় ভোট চান ছেলে মাশরুর হোসেন মিতু।

তিনি বলেন, আমার বাবার জীবনে চাওয়া-পাওয়ার কিছু নেই। ঐতিহ্যগত কারণে রাজনীতিতে রয়েছেন বাবা। তিনি মানুষের সেবা করে যেতে চান। তার প্রমাণ ফরিদপুরের জনগণ পেয়েছেন। ফরিদপুরে প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে।

তার সঙ্গে নৌকা মার্কার নির্বাচনী প্রচারণায় অংশ নেন- খন্দকার মাশরুর হোসেনের ছোট বোন খন্দকার শাহারিন হোসেন পিংকি, প্রধানমন্ত্রীর নাতনি ও মাশরুর হোসেন মিতুর কন্যা খন্দকার আমরিন হোসেন ও খন্দকার আলিজে হোসেন। তারা সবাই কানাইপুর ইউনিয়নের কয়েকটি স্থানে পথসভা করে নৌকা মার্কায় ভোট চান।

বিকে সিকদার সজল/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।