প্রথমবার এমপি হয়ে প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ১০:১১ পিএম, ০৬ জানুয়ারি ২০১৯

বরিশাল-৫ (সদর-মহানগর) আসনটি দক্ষিণাঞ্চলে মর্যাদার আসন হিসেবে গণ্য করা হয়। কারণ এটি বরিশাল বিভাগীয় শহরে। ১৯৭৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত কোনো জাতীয় নির্বাচনে এ আসনটিতে জয় পায়নি আওয়ামী লীগ। ফলে আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত নব্বইয়ের দশক থেকে।

তবে ২০০৮ সালের নির্বাচনে প্রাপ্ত ভোট নিয়ে আলোচনায় ছিলেন দুই প্রার্থী- বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার এবং আওয়ামী লীগের কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

১৯৯০ সালের পট-পরিবর্তনের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনগুলোতে বিএনপি প্রার্থীরা নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থীর চেয়ে দ্বিগুণ ভোট পেয়েছেন। তবে ব্যতিক্রম ঘটে ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে। ওই নির্বাচনে মজিবর রহমান সরোয়ার জয়ী হন মাত্র ৫ হাজার ৯০১ ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগে তখনকার নতুন মুখ জাহিদ ফারুক শামীম।

বরিশাল-৫ আসনে বিগত নির্বাচনগুলোর ভোটের ফলাফল বিবেচনায় মজিবর রহমান সরোয়ার সবসময় প্রভাবশালী প্রার্থী। তিনি এ পর্যন্ত চারবার এমপি ও একবার সিটি মেয়র নির্বাচিত হন। অন্যদিকে রাজনৈতিক ক্যারিয়ার ছাড়াই জীবনে প্রথমবার ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন জাহিদ ফারুক শামীম। তার প্রাপ্ত ভোট তাক লাগিয়ে দিয়েছিল সবাইকে।

২০১৪ সালের ৫ জানুয়ারি সদরে আওয়ামী লীগের মনোনয়ন পান তৎকালীন সদ্য সাবেক মেয়র শওকত হোসেন হিরন। তার অকাল মৃত্যুর পর সদরে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন হিরনের স্ত্রী জেবুন্নেছা আফরোজ। সবশেষ সিটি নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্যর্থ হন কর্নেল জাহিদ ফারুক শামীম।

তবে দমে যাননি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক শামীম। গত ১১ বছর জাহিদ ফারুক শামীম এলাকায় বেশি সময় কাটিয়েছেন। নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেয়ার পাশাপাশি যোগ দিয়েছেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে। সময় দিয়েছেন এলাকার মানুষের সঙ্গে। সাধ্যমতো এলাকার মানুষ সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন।
ব্যর্থ যায়নি ক্লিনইমেজের রাজনীতিক হিসেবে পরিচিত জাহিদ ফারুক শামীমের এসব কর্মকাণ্ড।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে ফের আওয়ামী লীগের মনোনয়ন পান তিনি। এ নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির মজিবর রহমান সরোয়ারকে ১ লাখ ৮৩ হাজার ৭১৮ ভোটের ব্যবধানে হারিয়ে মোট ২ লাখ ১৫ হাজার ৮০ ভোট পেয়ে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন সাবেক সেনা কর্মকর্তা জাহিদ ফারুক শামীম।

প্রথমবারের মতো সংসদের টিকেট পেয়ে প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। ৪৬ সদস্যের মন্ত্রিপরিষদে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন। মন্ত্রিপরিষদ সচিব আগামীকাল সোমবার বিকেল ৩টায় বঙ্গভবনে শামীমকে শপথ গ্রহণের জন্য ডেকেছেন।

কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের ব্যক্তিগত সহকারী মোস্তাফিজুর রহমান রানা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। মন্ত্রিপরিষদ সচিবের ফোন পেয়ে কর্নেল (অব.) জাহিদ ফারুক এবং বরিশালের আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা উচ্ছ্বসিত বলে জানিয়েছেন মোস্তাফিজুর রহমান রানা।

জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জুবায়ের আব্দুল্লাহ জিন্নাহ বলেন, নগরীর ৩০টি ওয়ার্ড ও সদর উপজেলার নেতাকর্মীদের কাছে তিনি যেমন প্রিয়জন, তেমনি সাধারণ ভোটারদের কাছেও জনপ্রিয়। ফলে নগরীতে তার ব্যক্তিগত ও দলীয় অবস্থান অত্যন্ত মজবুত। এ জন্য বিশাল ভোটের ব্যবধানে তিনি জয় পেয়েছেন।

জাহিদ ফারুক শামীমের বাড়ি বরিশাল নগরীর নবগ্রাম রোডে। তার বাবা খন্দকার মজিবুর রহমান ছিলেন সরকারি চাকরিজীবী। মা আম্বিয়া বেগম ছিলেন গৃহিণী। বরিশাল জিলা স্কুলের ছাত্র ছিলেন জাহিদ ফারুক শামীম। লেখাপড়ার একপর্যায়ে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। ২০০৪ সালে সেনাবাহিনীর দীর্ঘ চাকরি থেকে অবসরে যান শামীম। এরপর আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন।

কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেন, এ অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। পানিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর থেকেই আমার প্রধান কাজ হবে বরিশালবাসীকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করা। বরিশাল সদর উপজেলার বিশাল একটি অংশ বছরের পর বছর নদী ভাঙনে বিলীন হচ্ছে। কিন্তু নদী ভাঙন প্রতিরোধে কেউ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এ কারণে বর্ষা ও শীত দুই মৌসুমে ভাঙন অব্যাহত রয়েছে। আর ভাঙন অব্যাহত থাকায় ভাঙনকবলিত মানুষ ভাঙন প্রতিরোধের আন্দোলন করেছেন।

শামীম বলেন, আমি বরিশালবাসীর জন্য কাজ করব। আমি আমার জন্য কিছুই করব না। কীর্তনখোলা ভাঙন প্রতিরোধে একনেকে যে বরাদ্দ দেয়া হয়েছে তা যত দ্রুত সম্ভব বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হবে। ওই কাজের সঙ্গে সঙ্গে বরিশাল সদর আসনে যতগুলো নদীর ভাঙন অব্যাহত রয়েছে তার জন্য বরাদ্দ আনা হবে। আমি দেশের জন্য কাজ করব।

সাইফ আমীন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।