বিয়ের ৪০ দিনের মাথায় আগুনে পুড়ে নববধূর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১২:০১ এএম, ১১ জানুয়ারি ২০১৯
প্রতীকী ছবি

বিয়ের মাত্র ৪০ দিনের মাথায় আগুনে পুড়ে এক নববধূর মৃত্যু হয়েছে। কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব বড়ছড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃত নববধূ ইয়াসমিন আকতার (১৮) হোয়ানক ইউনিয়নের পূর্ব বড়ছড়ার এনায়েত করিমের স্ত্রী ও একই এলাকার মো. সিকদারের মেয়ে।

ইয়াসমিনের বাবা মো. সিকদার জানান, ইয়াছমিনের বিয়ে হয়েছে মাত্র ৪০ দিন আগে। গত শনিবার (৫ জানুয়ারি) রাতে শ্বশুরবাড়ির উঠানে শীতে আগুন পোহাতে গিয়ে তার গায়ের শাড়িতে অসাবধানতাবশত আগুন লেগে তা সারা শরীরে ছড়িয়ে পড়ে।

তাকে উদ্ধার করতে গিয়ে শ্বশুর আবু তৈয়বও আগুনে পুড়ে আহত হন। তাদের দুজনকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহহস্পতিবার (১০ জানুয়ারি) সকালে ইয়াসমিন মারা যান।

এ ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।