অনুপ্রবেশকালে বেনাপোলে ৮ বাংলাদেশি আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ১৫ জানুয়ারি ২০১৯

যশোরের বেনাপোলে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে এক শিশুসহ ৮ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবির সদস্যরা।

বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী শিকড়ি বটতলা মোড় থেকে মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

আটককৃতরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার আমজাদ মোল্লা (৩৫), একই উপজেলার শরিফুল শেখ (৩৩), তার স্ত্রী জুথী শেখ (২১), ছেলে ইমন শেখ (৬), সোহেল (১৮), নড়াগাতি উপজেলার পান্না ইসলাম (১৭), যশোরের অভয়নগর উপজেলার খেপী রায় (৩৫) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার নিতাই চন্দ্র বিশ্বাস (৬৫)।

বিজিবির বেনাপোল ক্যাম্প কমান্ডার আমজাদ হোসেন বলেন, সীমান্তের অবৈধ পথে ভারত থেকে বেশ কিছু লোক বাংলাদেশ প্রবেশ করেছে- এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

মো. জামাল হোসেন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।