বিএনপি পথভ্রষ্ট দল : শিল্পমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ১৬ জানুয়ারি ২০১৯

বিএনপিকে পথভ্রষ্ট দল উল্লেখ করে উন্নয়নের রাজনীতিতে এসে নিজস্ব ধারা সৃষ্টির আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, দেশটা আগে এবং দেশের মানুষের জন্যই রাজনীতি। বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে তারা কীভাবে রাজনীতি করবে। রাজনীতিতে টিকে থাকতে হলে তাদেরকেই পথ বের করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের যৌথ মতবিনিময় সভা শেষে শিল্পমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হীরুর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূঁইয়া, নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ারুল আশরাফ খান দিলিপ, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, সদস্য খায়রুল মজিদ মাহমুদ চন্দন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক, বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি শমসের জামান ভূঁইয়া রিটন, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন ও জেলা যুবলীগের সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী প্রমুখ উপস্থিত ছিলেন।

সঞ্জিত সাহা/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।