দ্বিতীয় দিনেও সন্ধান মেলেনি মেঘনায় নিখোঁজ শ্রমিকদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯
ফাইল ছবি

মুন্সিগঞ্জের মেঘনা নদীতে মাটিবোঝাই ট্রলারডুবির ঘটনায় এখনও নিখোঁজ কেউ উদ্ধার হয়নি। বৃহস্পতিবার দুপুর একটা পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারও শনাক্ত করা যায়নি।

বুধবার ভোর ৪টার দিকে প্রায় ৩৪ জন শ্রমিক নিয়ে মাটিবোঝাই ওই ট্রলারডুবির ঘটনা ঘটে।

বৃহস্পতিবার মেঘনা নদীতে বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও কোস্টগার্ড দ্বিতীয় দিনের মতো উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এ সময় ট্রলারের ১৪ শ্রমিক সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও আরও ২০ শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান জানান, উদ্ধার তৎপরতা চলছে। এখনও পর্যন্ত ট্রলার শনাক্ত করা যায়নি। নিখোঁজ শ্রমিকদেরও খোঁজ মিলেনি। মেঘনা নদীর আশপাশের সব নৌ-পুলিশ ও ফাঁড়িগুলোকে তথ্য পাঠানো হয়েছে। নদীতে কোনো মরদেহ ও ট্রলারের খোঁজ পেলে তাৎক্ষণিক জানাতে বলা হয়েছে।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।