গ্রামীণ ফোনের কর্মীকে কুপিয়ে টাকা ছিনতাই


প্রকাশিত: ১১:৩৩ এএম, ২৪ আগস্ট ২০১৫

পাবনার চাটমোহরে মানিক হোসেন (২৫) নামক  গ্রামীণ ফোনের এক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে জখম করে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছেন দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

মানিক ঈশ্বরদী সদরের মো. নান্নুর ছেলে। আহত মানিক জাগো নিউজকে জানান, মোটরসাইকেল যোগে ছাইকোলা থেকে চাটমোহর ফেরার পথে বোয়াইলমারী গোরস্থানের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে তিনটি মোটরসাইকেল আরোহী তার গতিরোধ করেন।এরপর তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে তিনি বাঁধা দেন। এক পর্যায়ে ছিনতাইকারীর দল তার মাথায় পিস্তল ঠেকিয়ে এবং চাকু দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে তার কাছ থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

জখম অবস্থায় মানিককে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করেন। আহত মানিক আরো জানান, তার ব্যাগে আনুমানিক ৩ লক্ষ টাকা এবং কয়েকটি নতুন মোবাইল সেট ছিল। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

একে/এমজেড

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।