গায়ে হলুদের অনুষ্ঠানে অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯
নিহত আকিব

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে অতিরিক্ত মদপানে আশিক ও আকিব নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজ জানান, ২৩ জানুয়ারি (বুধবার) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া ঈদগাহ সংলগ্ন আমিনুল হকের মেয়ে আরমিন হকের বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত মদপান করায় চার যুবক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে আশিক ও আকিব মারা যান। আর অন্য দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী জানায়, গত বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদী মতিন ব্রিজ এলাকার ওমর আলীর ছেলে তোফায়েল হোসেন ও কনে আরমিন হকের বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। বর ও কনের বাড়িতে পৃথক গায়ে হলুদ অনুষ্ঠানে গান-বাজনার পাশাপাশি আতশবাজির ব্যবস্থা করা হয়েছিল।

হোসেন চিশতী সিপলু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।