নোয়াখালীতে ভারতীয় হাইকমিশনার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৯

নোয়াখালী জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীর মোরশেদ আলম কমপ্লেক্সে ভারতীয় ভিসা আবেদন সেন্টার পরিদর্শন করেছেন ভারতীয় হাইকমিশনার (ভারপ্রাপ্ত) আদর্শ সোয়াইকা।

রোববার সকাল ৯টায় এ ভিসা সেন্টার পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনার শ্রী অনিন্দ ব্যানার্জি, ফার্স্ট সেক্রেটারি মিস নবনিতা চক্রবর্তী, সেকেন্ড সেক্রেটারি বিষাদ জয়তী দাস, ঢাকার ইন্দিরা গান্ধি কালচারাল সেন্টারের পরিচালক ড. নীপা চৌধূরীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

ভিসা সেন্টার পরিদর্শন শেষে ভারতীয় হাইকমিশনার (ভারপ্রাপ্ত) আদর্শ সোয়াইকা বলেন, ভিসা সেন্টার চালু হওয়ায় ভিসা জটিলতার ভোগান্তি কমার পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে ভ্রাতৃত্বের মেলবন্ধন তৈরি হবে। দুই দেশের চিকিৎসা সেবাসহ বাণিজ্যের পরিধি বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।

গত ১৩ জানুয়ারি থেকে এ ভিসা সেন্টারে কার্যক্রম চালু হলেও আগামী মার্চ মাসে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের এ ভিসা সেন্টার আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কথা রয়েছে।

মিজানুর রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।