মাইকিং করে ডাকাত ধরে গণপিটুনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সোনারামপুর ইউনিয়নের চরশিবপুর গ্রামে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সালাউদ্দিন চৌধুরী ও এলাকাবাসী জানান, ভোর সাড়ে ৩টার দিকে চরশিবপুর গ্রামের বাবুল মিয়ার ফাঁকা বাড়িতে একদল ডাকাত হানা দেয়। পরে বাড়ির লোকজনের চিৎকার শুনে আশেপাশের মসজিদ থেকে ডাকাতদের ধরার বিষয়ে মাইকিং করা হয়। এতে চরশিবপুর এবং নবাবপুর গ্রামের লোকজন জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে। এক পর্যায়ে ৩ ডাকাত সদস্যকে ধাওয়া করে ধরে ফেলে লোকজন।

পরে তাদেরকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সুমন মিয়া (২৭) নামে এক ডাকাত সদস্য নিহত হন। আহত অবস্থায় আল আমিনসহ (২৬) অজ্ঞাত দুই ডাকাতকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।