রাষ্ট্রপতির সাবেক প্রেস সচিবের পরলোক গমন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:২১ পিএম, ০৩ মার্চ ২০১৯

রাষ্ট্রপতির সাবেক প্রেস সচিব (১৯৯৯-২০০১) মুক্তিযোদ্ধা রবিন্দ্রনাথ ত্রিবেদী পরলোক গমন করেছেন। ১৯৯৬-১৯৯৮ সালে তিনি প্রধানমন্ত্রীর সাবেক অতিরিক্ত প্রেস সচিব, বিসিএস তথ্য সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ছিলেন।

শুক্রবার রাতে ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

faridpur

১৯৪৪ সালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তালমা গ্রামের চিত্তরঞ্জন ত্রিবেদী ও মৃনালিনী ত্রিবেদী দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন রবিন্দ্রনাথ ত্রিবেদী।

গতকাল শনিবার নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বি কে সিকদার সজল/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।