আখাউড়ায় নারী দিবসে বর্ণাঢ্য আয়োজন
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা লেডিস ক্লাব, নারী জাগরণী সংঘ ও মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী ও লেডিস ক্লাবের সভানেত্রী উম্মে শবনম মুস্তারি মৌসুমীর নেতৃত্বে বের হওয়া শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে দিনব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন ইউএনও মো. শামছুজ্জামান ও লেডিস ক্লাবের সভানেত্রী উম্মে শবনম মুস্তারি মৌসুমী। পরে তারা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এ সময় উম্মে শবনম মুস্তারি মৌসুমী সাংবাদিকদের বলেন, বাংলাদেশের নারীরা এখন সমান তালে এগিয়ে যাচ্ছে। কোনো বাধাই নারীদের আর দমিয়ে রাখতে পারবে না। নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নে পুরুষদেরকেও এগিয়ে আসতে হবে। আর এভাবেই নারী-পুরুষের সমতার বিশ্ব গড়ে উঠবে।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত পরিবেশিত হয়।
আজিজুল সঞ্চয়/এফএ/এমএস