পাচারের সময় ১০ লাখ টাকা উদ্ধার করল কুকুর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ১১ মার্চ ২০১৯

বেনাপোল-যশোর সড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে হুন্ডির টাকা পাচারের সময় ১০ লাখ টাকাসহ চার পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবির সদস্যরা।

সোমবার দুপুর ২টার সময় বরিশালের এমএম পরিবহন ও মোটরসাইকেল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। পরিবহনের মধ্যে লুকায়িত টাকা উদ্ধারের জন্য ব্যবহার করা হয় বিজিবির প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। লুকায়িত এসব টাকা বের করে ফেলে কুকুর।

গ্রেফতার পাচারকারীরা হলেন- বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের মৃত ইনছার আলীর ছেলে সাহেব আলী (২৬), মাদারীপুর জেলার আদমপুর গ্রামের শামছুউদ্দিন ফকিরের ছেলে পলাশ (৩৫), বরিশালের কলস গ্রামের মন্টু লাল দাসের ছেলে শিপন দাস (৩৮) ও যশোরের শার্শা উপজেলার আমড়াখালী গ্রামের হযরত আলীর ছেলে মহিবুর রহমান (৩৫)।

আমড়াখালি বিজিবি চেকপোস্টের ইনচার্জ নায়েব সুবেদার আব্দুল মালেক বলেন, বিজিবির বেনাপোলের গোয়েন্দা বিএসবির হাবিলদার রেজাউল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্ট থেকে বরিশালগামী এমএম পরিবহন থেকে দুইজনকে ও যশোরগামী একটি মোটরসাইকেল থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।

Benapole-BGB-Hundi

পরে গ্রেফতারকৃত চারজনের শরীর তল্লাশি করে যথাক্রমে ছয় লাখ ও চার লাখ টাকা উদ্ধার করা হয়। এমএম পরিবহনের টাকা উদ্ধারে বিজিবির প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে ব্যবহার করা হয় বলে তিনি জানান।

যশোর-৪৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত টাকা, মোটর সাইকেলসহ চার পাচারকারীর বিরুদ্ধে হুন্ডি পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

মো. জামাল হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।