শার্শায় ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার এক
যশোরের শার্শায় ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আবু মুসা করিম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শার্শার বাগআঁচড়া সাতমাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আবু মুসা করিম অগ্রভুলোট গ্রামের ওমর আলী সর্দারের ছেলে।
শার্শা থানার এসআই আনোয়ারুল আজিম জানান, গোপন সংবাদে জানা যায়, এক মাদক ব্যবসায়ী ভারতীয় ফেনসিডিল নিয়ে বাগআঁচড়া সাতমাইল এলাকায় অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ আবু মুছা করিমকে গ্রেফতার করা হয়।
মাদক আইনে শার্শা থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই আনোয়ারুল আজিম।
মো. জামাল হোসেন/বিএ