জামালপুরে ২০০ শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী প্রদান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ১৬ মার্চ ২০১৯

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ২০০ জন গরিব মেধাবী শিক্ষার্থীকে বিনামূল্যে শিক্ষা সামগ্রী ও পিএসসিতে এ-প্লাস অর্জনকারী ৩৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে।

গতকাল শুক্রবার আদর্শ পাড়া সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে উপজেলার ২০টি স্কুল থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের এসব পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মাহবুবুর রহমান ফারুক, কালীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ আবু বক্কর, ঢাকা বিভাগের সাবেক আইআরও আবদুল কাইউম, রুপালী ব্যাংকের স্থানীয় ম্যানেজার মুজাহিদুল ইসলাম, ওয়ার্ড মহিলা মেম্বার শায়লা জামান এবং বিআরবি হাসপাতাল লিমিটেডের বিজনেজ কো-অর্ডিনেটর ডা. এ কে এম শাহরিয়ার।

আরও উপস্থিত ছিলেন জামালপুর আদর্শপাড়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ডা. ফয়সাল আহমেদ, সেক্রেটারি নাজমুল হক প্রমুখ।

এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।