নৌকার জন্য ক্লান্তিহীন প্রচারণা
আগামী ৩১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার ৭ উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কোনো উপজেলাতেই দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি প্রার্থী দেয়নি। এরপরও ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের চোখে যেন ঘুম নেই। নিজ দলের বিদ্রোহী প্রার্থীরাই তাদের ঘুম কেড়ে নিয়েছেন! অবশ্য নৌকার বিজয়ের জন্য শেষ মুহূর্তে এসে ক্লান্তিহীনভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন দলের নেতাকর্মীরা। তাই প্রার্থীর সঙ্গে ঘুম নেই নেতাকর্মীদেরও।
জেলার আশুগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হানিফ মুন্সি। নির্বাচনের মাঠে তার প্রতিপক্ষ হিসেবে আছেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আনিছুর রহমান। সাবেক এই উপজেলা চেয়ারম্যান এবার আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা আওয়ামী লীগের একটি অংশ দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে আনিছুর রহমানের জন্য কাজ করছে। তবে নৌকার বিজয়ের জন্য হানিফ মুন্সির পক্ষে উপজেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এদের মধ্যে অন্যতম কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব শাহজাহান সাজু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তবে জোটের কারণে এ আসন থেকে দলের কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। এবার তিনি উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে বিরামহীনভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

প্রতিদিন দলীয় নেতাকর্মীদের নিয়ে আশুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে উঠান বৈঠক ও পথসভা করে ভোটারদের কাছে আওয়ামী লীগ সরকারের উন্নয়নচিত্র তুলে ধরে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন সাজু।
এ ব্যাপারে অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা নৌকার জন্য কাজ করছি। যারা নৌকার প্রার্থীর বিরোধিতা করছেন তারা দলের সঙ্গে বেঈমানি করছেন। তবে ভোটারদের যে সাড়া পাচ্ছি তাতে নৌকার বিজয় সুনিশ্চিত। নৌকা উন্নয়নের প্রতীক। যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন দেশ এগিয়ে যাবে।
আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম