১২ বছরের শিশুকে ভাগিয়ে যুবক ধরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ১২:০৫ পিএম, ০৩ এপ্রিল ২০১৯
ফাইল ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে লাভলী নামে ১২ বছরের এক শিশুকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার চেষ্টার অপরাধে রনি মিয়া (২৫) নামে এক যুবককে এক বছরের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আজগর হোসেন এ সাজা দেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের নয়া মিয়ার ১২ বছরের মেয়ে লাভলীকে একই ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে রনি মিয়া বিয়ে করার কথা বলে ফুসলিয়ে ভাগিয়ে নিয়ে যায়। গত সোমবার টাঙ্গাইল আদালতে নোটারি পাবলিক সম্পন্ন করে মঙ্গলবার সকালে রনি লাভলীকে নিয়ে গ্রামের বাড়িতে ফিরে আসে।

বিষয়টি জানাজানি হওয়ার পর লাভলীর পরিবারের সদস্যরা স্থানীয় ইউপি মেম্বার নজরুল ইসলামের সহায়তায় রনি এবং লাভলীকে মির্জাপুর উপজেলা সহকারী কশিমনার (ভূমি) কার্যালয়ে নিয়ে আসেন। পরে সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ অনুযায়ী রনি মিয়াকে এক বছরের সাজা এবং লাভলীকে পরিবারের কাছে তুলে দেন।

একই কায়দায় রনি মিয়া একাধিক বিয়ে করেছেন বলে ওই এলাকার মানুষ অভিযোগ করেছেন।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আজগর হোসেন জানান, নোটারি পাবলিকের মাধ্যমে লাভলী নামে এক শিশুকে বাল্যবিয়ের চেষ্টার অপরাধে রনি মিয়া নামে এক যুবককে এক বছরের সাজা দেয়া হয়েছে। এছাড়া ওই শিশুকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

এরশাদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।