সরাইলে নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ০৪ এপ্রিল ২০১৯
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় রোকন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড়ইছড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোকন ওই গ্রামের সাদত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী রফিক উদ্দিন ঠাকুরের ঘোড়া প্রতীকের সমর্থক ও বড়ইছড়া গ্রামের আহসান উল্লা গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুর রহমানের নৌকা প্রতীকের সমর্থক ফারুক মিয়া গ্রুপের লোকজনদের মধ্যে নির্বাচন নিয়ে বুধবার সন্ধ্যায় বাগবিতণ্ডা হয়। এ ঘটনায় সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

এরই জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত ফারুক মিয়া গ্রুপের রোকনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরাইল থানা পুলিশের অরুয়াইল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রফিক উদ্দিন ঠাকুর ঘোড়া প্রতীকে ৩১ হাজার ৪৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ২২৩ ভোট।

আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।