৩ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল শুরু
ঝড়ো বাতাসে পদ্মা নদী উত্তাল থাকায় প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের ২১ জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার রাত পৌনে ১০টার দিকে পদ্মা স্বাভাবিক অবস্থায় আসলে পুনরায় ফেরি চলাচল হয়।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ ঝড়ো বাতাসে পদ্মা নদী উত্তাল হয়ে উঠলে নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। তবে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় যানবাহনের চাপ দ্রুত কমে যাবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ।
রুবেলুর রহমান/আরএস