ভাত না খাওয়ায় মায়ের মারধরে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০১:০২ পিএম, ২১ এপ্রিল ২০১৯

ঝিনাইদহের শৈলকুপায় মায়ের মারধরে জান্নাতি খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার হাজামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জান্নাতি খাতুন ওই এলাকার বকুল হোসেনের মেয়ে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, সকালে মা আলেয়া বেগম মেয়েকে ভাত খাওয়ানোর চেষ্টা করছিলেন। মেয়ে ভাত না খাওয়ায় তিনি মারধর করেন। এতে গুরুতর অসুস্থ হয়ে গেলে মেয়েটিকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আলেয়া বেগমকে আটক করেছে পুলিশ।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।