ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২১ এপ্রিল ২০১৯

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় দবির উদ্দিন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সকালে শৈলকুপা-কাতলাগাড়ি সড়কের পৌর এলাকার সাতগাছি খাঁ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দবির উদ্দিন একজন পেঁয়াজ ব্যবসায়ী ও উপজেলার বেড়বাড়ি গ্রামের মুক্তিযোদ্ধা আলীর ছেলে।

শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ুবুর রহমান বলেন, সকালে দবির উদ্দিন শৈলকুপা থেকে মোটরসাইকেল যোগে কাতলাগাড়ী বাজারে যাচ্ছিলেন। সাতগাছি গ্রামের মধ্যে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝায় ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে অবস্থার অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দবির উদ্দিনের মৃত্যু হয়।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।