নাটেশ্বর ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ০৫ মে ২০১৯

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নাটেশ্বর ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও অসহায় দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার বেলা ১১টায় স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের উপদেষ্টা বেঙ্গল গ্রুপ ও আরটিভির পরিচালক বিলকিস নাহার।

এ সময় উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল হক, স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ ইউনিয়নের অসহায় দরিদ্র ৯০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

মিজানুর রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।