হাইড্রোলিক হর্ন অপসারণে ট্রাফিক পুলিশের অভিযান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০৮ মে ২০১৯

শব্দদূষণ রোধে ব্রাহ্মণবাড়িয়ায় যানবাহনের হাইড্রোলিক হর্ন অপসারণে অভিযান শুরু করেছে ট্রাফিক পুলিশ। বুধবার সকাল থেকে শহরের চারটি পয়েন্টে এ অভিযান চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে দুই হাজার অটোরিকশার হাইড্রোলিক হর্ন অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো. সরওয়ার হোসেন।

সকালে জেলা শহরের কুমারশীল মোড়, কাউতলি বাস স্ট্যান্ড, থানা ব্রিজ ও কোর্ট রোড এলাকায় হাইড্রোলিক হর্ন অপসারণে পৃথক অভিযানে নামে ট্রাফিক বিভাগ। অভিযান চলাকালে অটোরিকশার হাইড্রোলিক হর্নের সংযোগ কেটে দেয়া হচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে টিআই সরওয়ার হোসেন জাগো নিউজকে বলেন, হাইড্রোলিক হর্ন অপসারণে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। প্রথমে অটোরিকশার হাইড্রোলিক হর্ন অপসারণ করা হচ্ছে। এরপর ধাপে ধাপে ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের হাইড্রোলিক হর্ন অপসারণ করা হবে।

আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।