টেকনাফে ইয়াবাসহ পাচারকারী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:০৯ এএম, ১১ মে ২০১৯

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে ইয়াবাসহ আব্দুস সালাম (৩৮) নামে এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব-১৫।

শুক্রবার (১০ মে) বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ হাজার ৭০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটক আব্দুস সালাম হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার মৃত নজির আহমদের ছেলে।

taknaf

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। মাদক আইনে মামলা করে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।