রোজাদারদের মাঝে শীতল পানি-শরবত বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ১১ মে ২০১৯

প্রচণ্ড গরমে রোজাদারদের জন্য শীতল পানি ও শরবত বিতরণ করছে যশোরের আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। প্রতিদিন বিকেল থেকে ইফতারের সময় পর্যন্ত ভ্যানে করে পানির ট্যাংক নিয়ে এ পানি বিতরণ করা হচ্ছে।

আইডিয়ার কর্মীরা জানান, বরফ ফ্যাক্টরি থেকে বিশুদ্ধ পানি দিয়ে তৈরি করা বরফ কিনে আনা হয়। ফিল্টার করা ৫০০ লিটার পানিতে মিশিয়ে দেয়া হয় সেই বরফ। এরপর হিমশীতল ওই পানি একটি ট্যাংকে ভরে ভ্যানে চাপিয়ে বিতরণ করতে বেরিয়ে পড়েন একদল তরুণ-তরুণী। নিজেরাই ভ্যান চালিয়ে শহরের তিনটি পয়েন্টে রোজাদারদের মধ্যে ঠান্ডা পানি বিলিয়ে চলেন তারা। মাঝে মাঝে শরবতও বিতরণ করা হয়।

রমজানের প্রথম দিন থেকে রোজাদারদের এভাবেই বিনামূল্যে ঠান্ডা পানি বিতরণ করে আসছেন যশোর শহরের খড়কি এলাকার আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সদস্যরা। প্রতিদিন বিকেল হলে তারা পানি বিতরণে বেরিয়ে পড়েন। ইফতারির সময় পর্যন্ত চলে তাদের এ পানি বিতরণ। আইডিয়ার এসব তরুণ-তরুণী শিক্ষার্থী। লেখাপড়া করেন যশোরের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে।

আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহিন জানান, প্রতিদিন বিকেল থেকে পানি বিতরণ শুরু হয়। প্রথমে শহরের জিলা স্কুল মোড়ে পানি বিতরণ করা হয়। বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে ৬টা পর্যন্ত এখানে বিতরণ চলে। এরপর খড়কি জেবিন মোড়ে ৬টা থেকে ৬টা ১৫ মিনিট পর্যন্ত পানি বিতরণের পর ইফতারির সময় পর্যন্ত খড়কি পীরবাড়ি মসজিদের সামনে পানি বিতরণ করেন আইডিয়ার সদস্যরা।

শহরের খড়কি এলাকায় কয়েকজন বাসিন্দা জানান, কলেজের ছেলে-মেয়েরা এভাবে ভ্যানে করে পানি নিয়ে মানুষের সেবা করছে। এটি অনেক ভালো একটি কাজ। এর মাধ্যমে রোজাদাররা যেমন উপকৃত হচ্ছেন তেমনি ছেলেমেয়েরাও সামাজিক কাজে উদ্বুদ্ধ হচ্ছে।

মিলন রহমান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।