টঙ্গীতে শিশু ধর্ষণ চেষ্টায় কিশোর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২০ পিএম, ১৬ মে ২০১৯
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে র‍্যাব-১। ওই কিশোরের নাম ওমর ফারুক মৃদুল (১৫)। বুধবার দিবাগত রাতে রাজধানীর দক্ষিণখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-২) সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সালাউদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৩ এপ্রিল টঙ্গীর গোপালপুর এলাকায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টা করে ওই কিশোর। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। বুধবার দিবাগত রাতে দক্ষিণখান এলাকায় থেকে মৃদুলকে গ্রেফতার করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মৃদুল ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

এএসপি সালাউদ্দিন বলেন, ৮ম শ্রেণীর শিক্ষার্থী মৃদুল ঘটনার দিন সকালে শিশুটিকে চকলেট খাওয়ানোর কথা বলে নিজ ঘরে নিয়ে যায়। পরবর্তীতে পুতুল খেলার কথা বলে ধর্ষণের চেষ্টা করে। চিৎকারে শিশুটির চাচা দরজায় ধাক্কাধাক্কি করলে অভিযুক্ত মৃদুল দরজা খুলে পালিয়ে যায়। এরপর শিশুটিকে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এআর/এমএসএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।