প্রকাশ্যে ইয়াবা সেবন করেন যুবদল নেতা, পরিচয় দেন সাংবাদিক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ২১ মে ২০১৯

সাভারে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় আব্দুস সালাম রুবেল (৪৫) নামের এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পরে পাঁচদিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়।

মঙ্গলবার দুপুরে রেডিও কলোনী এলাকায় আপেল মাহমুদ নামে এক পরিবহন ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা চাঁদা নেয়ার সময় হাতেনাতে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার রুবেল সাভার পৌরসভার বিনোদ-বাইদ এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, রুবেল স্থানীয় যুবদলের একজন নেতা। মাদক ও ইয়াবা ব্যবসায় জড়িত। ইতোমধ্যে প্রকাশ্যে ইয়াবা সেবনের একটি ছবি প্রকাশ পায় তার। একজন প্রভাবশালী সাংবাদিকের নাম ভাঙিয়ে সাভারে অনেক দিন ধরে চাঁদাবাজি করে আসছিলেন রুবেল। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

আব্দুস সালাম রুবেলকে গ্রেফতার করার পর সাভার মডেল থানায় একটি মামলা করেন আপেল মাহমুদ নামের ভুক্তভোগী এক পরিবহন ব্যবসায়ী।

এ বিষয়ে আপেল মাহমুদ বলেন, আব্দুস সালাম রুবেল স্থানীয় যুবদলের নেতা। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে রুবেল একটি প্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মী হিসেবে যোগ দেন। স্থানীয় এক সাংবাদিকের ছায়াতলে এসে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন। কিছুদিন পর রুবেল নিজের এবং ওই গণমাধ্যম কর্মীর নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজি শুরু করেন। কয়েকদিন আগে এক নারীর সহায়তায় আমার নামে মিথ্যা অভিযোগ এনে একটি অনলাইন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করেন। পরে আমার কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় ওই নারীকে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার শুরু করেন। বাধ্য হয়ে তাকে চাঁদা দিতে রাজি হই আমি।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।