১০৪০ টাকা দরে ধান কেনার দাবিতে গণমিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ২৫ মে ২০১৯

ফরিদপুরের মধুখালী উপজেলায় সরকার নির্ধারিত ১ হাজার ৪০ টাকা মণ দরে কৃষকের কাছ থেকে ধান ক্রয় এবং ঈদের আগেই ফরিদপুর চিনিকলের আখচাষিদের বকেয়া টাকা পরিশোধসহ কৃষক সমিতির ১২ দফা দাবি আদায়ে বিশাল পদযাত্রা ও গণমিছিল বের করা হয়েছে।

উপজেলা কৃষক সমিতির উদ্যোগে শনিবার দুপুরে মধুখালী রেলগেট এলাকা থেকে পদযাত্রা ও গণমিছিলটি বের করা হয়। গণমিছিল ও পদযাত্রাটি ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে ফরিদপুর চিনিকলের এমডির অফিস ঘেরাও করে। পরে সেখান থেকে মিছিলটি প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা কৃষক সমিতির সহ-সভাপতি মো. সোহরাব সেখের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- ফরিদপুর জেলা কৃষক সমিতির সভাপতি অ্যাডভোকেট মানিক মজুমদার, কৃষক নেতা খলিলুর রহমান, আকমল মৃধা, ওদুদ সেখ, নিত্য সরকার, উপজেলা সিপিবির সভাপতি মুক্তিযোদ্ধা কেরামত আলী লাল ও সাধারণ সম্পাদক শাহ কুতুবুজ্জামান প্রমুখ।

সমাবেশে বক্তারা কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত ১ হাজার ৪০ টাকা মণ দরে ধান ক্রয়, ফরিদপুর চিনিকলের আখচাষিদের বকেয়া পাওনা ঈদের আগে পরিশোধ, হাটবাজারে কৃষি ফসলের খাজনা আদায় ও ওজনে কারচুপি বন্ধ, কৃষি জমিতে ইটভাট ও শিল্প কারখানা বন্ধ, ভূমি অফিসের দুর্নীতি এবং পল্লী বিদ্যুতের অনিয়মের বন্ধের দাবি জানান।

বি কে সিকদার সজল/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।