শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ২৯ মে ২০১৯

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে হামেদ মোল্লা (৬০) নামে এক বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। বুধবার দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সারমিন নিগার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হামেদ মোল্লা কালুখালী উপজেলার মৃগি ইউনিয়নের বড় পাতুরিয়া এলাকার মৃত কেসমত মোল্লার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২২ জুন বিকেলে হামেদ মোল্লা ওই শিশুর বাড়িতে গিয়ে মাঠ থেকে কালাইয়ের ডাল উঠানোর কথা বলে ডেকে নিয়ে যান। পরে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়েন। শিশুটির মা তার অসুস্থতার কারণ জানতে চাইলে সে ধর্ষণের কথা বলে। ঘটনার পর দিন শিশুটির বাবা বাদী হয়ে হামিদ মোল্লাকে আসামি করে কালুখালী থানায় মামলা করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আজ মামলাটির রায় হলো।

রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট উমা সেন রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

রুবেলুর রহমান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।