বিয়ের আগে ত্বকের যত্নে অলিভ অয়েল

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০২:০১ পিএম, ১৬ জানুয়ারি ২০২৬
ছবি: এআই

বিয়ের আগে ত্বক উজ্জ্বল ও কোমল রাখতে প্রাকৃতিক যত্নের বিকল্প খোঁজেন অনেকেই। শুষ্ক আবহাওয়া, দূষণ আর ইউভি রশ্মির প্রভাবে ত্বক ধীরে ধীরে রুক্ষ ও স্পর্শকাতর হয়ে পড়ে। এর ফলে মেকআপ ঠিকভাবে বসে না, ত্বকও প্রাণহীন দেখায়। এই সময়ে ত্বকের যত্নে অলিভ অয়েল হতে পারে ভরসার নাম।

প্রাকৃতিক গুণে ভরপুর অলিভ অয়েল ত্বকের নানা সমস্যা দূর করতে সাহায্য করে। নিয়মিত ব্যবহারে ত্বক হয় নরম, আর্দ্র ও উজ্জ্বল-যা বিয়ের আগে যে কোনো কনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

ত্বকের যত্নে কেন অলিভ অয়েল ব্যবহার করবেন
এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে রয়েছে ভিটামিন ই, যা ত্বকের ক্ষয় রোধ করে এবং অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে কাজ করে। এতে থাকা পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উপর সুরক্ষার স্তর তৈরি করে। পাশাপাশি অলিভ অয়েলের হেলদি ফ্যাট ত্বকে গভীরভাবে আর্দ্রতা জোগায়।

cfr

আসুন জেনে নেওয়া যাক কীভাবে ত্বকে অলিভ অয়েল ব্যবহার করবেন-

১. ক্লিনজার হিসেবে
ত্বক পরিষ্কার করতে অলিভ অয়েল খুব সহজ ও কার্যকর একটি উপায়। এক চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল মুখে ভালোভাবে মেখে নিন। এরপর ১-২ মিনিট হালকা হাতে ম্যাসাজ করুন, যেন তেলটি ত্বকের ভেতরে জমে থাকা মেকআপ, সানস্ক্রিন ও ময়লা গলিয়ে নিতে পারে। তারপর একটি ভেজা কাপড় দিয়ে আলতো করে মুখ মুছে নিন। এতে রোমকূপ পরিষ্কার হবে এবং ত্বক শুষ্কও হবে না। শেষে অবশ্যই ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিবেন।

২. নাইট ক্রিম হিসেবে
ত্বক যদি অতিরিক্ত শুষ্ক হয়, তাহলে অলিভ অয়েল সহজেই নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন। প্রথমে মুখ ভালোভাবে পরিষ্কার করে টোনার লাগিয়ে নিন। এরপর ২-৩ ফোঁটা অলিভ অয়েল নিয়ে সারা মুখে আলতো হাতে ম্যাসাজ করুন। চোখের নিচে ও ঠোঁটের চারপাশে একটু বেশি করে ব্যবহার করতে পারেন, কারণ এই অংশগুলো দ্রুত শুষ্ক হয়ে যায়। তবে প্রতিদিন অলিভ অয়েল ব্যবহার করার প্রয়োজন নেই। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলেই ত্বক নরম, কোমল ও আর্দ্র থাকবে।

৩ অলিভ অয়েলের ফেসপ্যাক
সময় কম থাকলে অলিভ অয়েলের ফেসপ্যাক ত্বকে ব্যবহার করতে পারেন। এক চামচ অলিভ অয়েলের সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে মুখে লাগাতে পারেন। এটি ত্বক পরিষ্কার করার পাশাপাশি মলিনভাব দূর করতে সাহায্য করে।

চাইলে অলিভ অয়েলের সঙ্গে আধা চা চামচ বেসন ও পরিমাণমতো গোলাপ জল মিশিয়ে একটি মসৃণ প্যাক তৈরি করে নিতে পারেন। এই প্যাক ত্বকের অতিরিক্ত তেল ও ময়লা দূর করে ত্বককে করে তোলে সতেজ।

ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে অলিভ অয়েলের সঙ্গে সামান্য মধু মিশিয়েও ব্যবহার করা যায়। নিয়মিত এই ফেসপ্যাকগুলো ব্যবহার করলে ত্বক হালকা এক্সফোলিয়েট হয়, আর্দ্রতা বজায় থাকে এবং স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসে।

বিয়ের আগে ত্বকের যত্নে অতিরিক্ত কেমিক্যাল নয়, ভরসা রাখুন প্রাকৃতিক উপাদানে। নিয়মিত ও সঠিকভাবে অলিভ অয়েল ব্যবহার করলে ত্বক থাকবে নরম, স্বাস্থ্যোজ্জ্বল।

সূত্র: ক্লিভল্যান্ড ক্লিনিক, টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন:
বিয়েতে কনের পায়ের সাজে আভিজাত্য 
বিয়ের আগে ত্বক উজ্জ্বল করবে গাজরের ফেসপ্যাক 

এসএকেওয়াই/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।