‘পেশিশক্তি দিয়ে কেউ নির্বাচনের পরিবেশ নষ্ট করতে পারবে না’
রাজবাড়ীর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত ) আলমগীর হুসাইন বলেছেন, জেলার অন্য ৪ উপজেলা নির্বাচনের মতই কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পেশিশক্তি দিয়ে নির্বাচনের পরিবেশ কেউ নষ্ট করতে পারবে না। যদি কেউ নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চায়, তাহলে সে ভুল করবে। এতে আপনাদের ভোট নষ্ট হবে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আগামী ১৮ জুন অনুষ্ঠিতব্য রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, আপনারা কেউ কোনো বিষয়ে ভয় পাবেন না। প্রশাসন নির্বাচন সুষ্ঠু করতে এবং আপনাদের নিরাপত্তা দিতে সব সময় প্রস্তুত। আপনারা সুনির্দিষ্টভাবে অভিযোগ দিলে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও পুলিশ কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সচেতন থাকবে। অন্য কোনো স্থানের লোকজন নির্বাচনের কাজে কালুখালীতে আসলে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। নির্বাচনের আগে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী কাজী সাইফুল ইসলাম, সতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক, আলিমুজ্জামান চৌধুরী টিটো প্রমুখ।
উল্লেখ্য, কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন পুরুষ ও চারজন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রুবেলুর রহমান/আরএআর/জেআইএম