কালিয়াকৈরে সংঘবদ্ধ ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার
গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার চন্দ্রা ফরেস্ট অফিসের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও চারটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- রংপুরের পীরগাছা এলাকার রিয়াজুল ইসলাম (২৫) ও দিনাজপুরের ঘোড়াঘাট এলাকার মো. ওসমান আলী (৩৫)।
কালিয়াকৈর থানার উপ পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, তিনি ও তার সঙ্গীরা সোমবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে দায়িত্ব পালন করছিলেন। এমন সময় চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে গজারি বনে ১৩-১৪ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল মহাসড়কে পরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরের দিকে সেখানে অভিযান চালিয়ে তাদের দুই সদস্যকে আটক করা হয়। তবে অন্যরা পালিয়ে যায়।
এ ঘটনায় মঙ্গলবার কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মো. আমিনুল ইসলাম/এমবিআর/জেআইএম