কালিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান গ্রেফতার


প্রকাশিত: ০৯:০৯ এএম, ২০ অক্টোবর ২০১৪

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা আব্দুর রউফকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার নলতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত আব্দুর রউফ কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রোকেয়া মুনসুর ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক।
 
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, দশম সংসদ নির্বাচন পণ্ড করতে  বিএনপি-জামায়াত জোটের আন্দোলন চলাকালে সহিংসতা সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে কালিগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।