সড়কের বেহাল দশায় ভোগান্তিতে এলাকাবাসী, নির্বিকার কর্তৃপক্ষ
বেনাপোল পৌরসভার ২নং ওয়ার্ডের দুর্গাপুর সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৩ হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু সংস্কারের অভাবে বর্তমানে সড়কটিতে যান চলাচল দূরে থাক, পায়ে হেঁটে চলাচল করাই দুষ্কর হয়ে পড়েছে।
এই সড়ক দিয়ে সড়কের পাশে রয়েছে বন্দর প্রি-ক্যাডেট নামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, আর দুই শতাধিক পরিবারের বসবাস। সংস্কারের জন্য বার বার পৌরসভায় ধর্ণা দিয়েও কোনো লাভ হচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
তারা জানান, শুষ্ক মৌসুমে এ সড়কে ধুলাবালি, আর বর্ষা মৌসুমে কাঁদাপানিতে পথচারীসহ স্কুলগামী শিক্ষার্থীদের জামা-কাপড় নষ্ট হচ্ছে। খানাখন্দে পরিপূর্ণ এ সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই বিকল হয়ে পড়ছে ছোট ছোট গণপরিবহন। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
দুর্গাপুর এলাকার বাসিন্দা মনি বলেন, দুর্ঘটনার কবলে পরে হাত-পা ভেঙে হাসপাতালে চিকিৎসা নিতে গেছে এই এলাকার অনেক মানুষ। দিনে দিনে সড়কটি আরও খারাপের দিকে যাচ্ছে। গোটা রাস্তার পিচ, খোয়া উঠে অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে।
তিনি বলেন, সাম্প্রতিক বর্ষণে পানি জমে সড়কটি ডোবায় পরিণত হয়েছে। যাতায়াত করাই দুষ্কর। সংস্কারের জন্য পৌরসভা কর্তৃপক্ষের কাছে আবেদন করেও লাভ হয়নি।
স্কুল পড়ুয়া শিক্ষার্থী সজিব বলেন, আমাদের চলাচলের একমাত্র এই সড়কটির বেহাল দশার কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহতে হয়। ভাঙাচোরা আর গর্তে ভরা সড়কে চলাচল করতে অতিষ্ঠ এলাকাবাসী। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে সে।
এলাকার বাসিন্দা বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুল সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান। তিনি বলেন, সড়কটির বেহাল দশার কারণে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, এলাকাবাসী, রোগী, অফিসগামীদের যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তিনি অভিযোগ করে বলেন, ‘আমি বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি শেখ আফিল উদ্দিনের লোক হওয়ায় ইচ্ছা করে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশে মেয়র আশরাফুল আলম লিটন এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের নামে খুড়ে রেখে দিয়েছে। যাতে করে আমাদের চলাচলে অসুবিধা হয়। বার বার স্থানীয় কমিশনার শাহাবুদ্দিন মন্টুকে বলার পরও সড়কটি সংস্কার করছে না।
বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর শাহাবুদ্দিন মন্টু বলেন, দুর্গাপুর সড়কটি বর্তমানে খারাপ সে বিষয়ে আমি অবগত আছি। ঈদের পর শ্রমিক সংকটের কারণে সড়কটি সংস্কার করতে সমস্যা হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে।
মো. জামাল হোসেন/এমএমজেড/জেআইএম