যশোরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক
যশোরে সিরিজ ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও ডাকাতি করা মালামাল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে যশোরের পুলিশ সুপার মঈনুল হক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
আটকরা হলেন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার মানিকদি গ্রামের গোপাল মন্ডলের ছেলে লাল্টু, নাটোরের রেলস্টেশন এলাকার বলাই মন্ডলের ছেলে আবু বক্কর, যশোর শহরতলীর ভাতুড়িয়ার হাসেম বাঙ্গালের ছেলে মহসিন, কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামের মোসলেম সর্দারের ছেলে শাহিন।
পুলিশ সুপার জানান, মঙ্গলবার গভীররাতে ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের রাজাপুর, চাঁপাতলা ও বর্ণী গ্রামের চারটি বাড়িতে হানা দেয় ডাকাতদল। তারা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গুরুত্বপূর্ণ সকল পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অভিযানে নামে। ফলে ২৪ ঘণ্টার মধ্যে ধরা পড়ে চার ডাকাত।
তিনি আরও জানান, ওই সিরিজ ডাকাতির ঘটনায় ৬/৭ জন জড়িত ছিল। অন্যদেরও চিহ্নিত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদেরও আটকের জন্য অভিযান চলছে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার ও অপু সরোয়ার, সহকারী পুলিশ সুপার রাকিব হাসান প্রমুখ।
মিলন রহমান/এমবিআর/এমকেএইচ