ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশার চার যাত্রীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ১২:২৯ পিএম, ২৭ জুলাই ২০১৯

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাথর বোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার মঠখোলা-কটিয়াদী সড়কে বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক ও ট্রাকের চালক বাচ্চু মিয়াকে পুলিশ আটক করেছে।

নিহতরা হলেন- অটোরিকশা চালক পুটিয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে শরীফ মিয়া (৩৫), পাকুন্দিয়া উপজেরার মঠখোলা বাজারের জুতা ব্যবসায়ী খোকন মিয়া (২৮),গাজীপুরের কাপাশিয়া উপজেলার আড়ালিয়া গ্রামের মৃত ইসহাক আলীর স্ত্রী রাজিয়া খাতুন (৭০) ও কটিয়াদী উপজেলার মেরাতলা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে অহিদ মিয়া (৩৮)।

এলাকাবাসী জানায়, সকালে সিএনজিচালিত অটোরিকশাটি পাকুন্দিয়ার উপজেলার বটতলা থেকে যাত্রী নিয়ে কটিয়াদী যাচ্ছিল। মান্দারকান্দি এলাকায় পৌঁছালে সিলেট থেকে গাজীপুরগামী পাথর বোঝাই ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দেয়। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশা চালক শরীফ ও স্থানীয় মঠখোলা বাজারের ব্যবসায়ী খোকন মিয়া ।

kishorgonj01-accident2

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এলাকার লোকজন। তাদের মধ্যে রাজিয়া খাতুনকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। আহত আরেক যাত্রী অহিদ মিয়াকে বাজিতপুরের ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তাকেও মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার।

পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকের চালক বাচ্চু মিয়াকে আটক করা হয়। ঘাতক ট্রাকটিও আটক করা হয়েছে।

নূর মোহাম্মদ/এফএ/আরএআর/জেআইএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।