ডেঙ্গুতে হিমাচল পরিবহনের সুপারভাইজারের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ১৮ আগস্ট ২০১৯

নোয়াখালীতে ডেঙ্গুতে আরেক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে নোয়াখালীতে সরকারি হিসেবে দুই হলেও বেসরকারিভাবে তিনজন মারা গেছেন। মৃত যুবকের নাম নাজিম উদ্দিন।

তার বাড়ি জেলার বেগমগঞ্জের চৌমুহনী পৌর এলাকার ৫নং ওয়ার্ডের গনিপুর গ্রামে। রোববার বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

নাজিম ওই গ্রামের মনির মিয়ার বাড়ির রুহুল আমিনের ছেলে। তিনি ঢাকা-নোয়াখালী রুটের হিমাচল পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

নাজিমের চাচা সহিদ উদ্দিন জানান, বেশ কয়েকদিন ধরে গায়ে জ্বর নিয়ে নাজিম হিমাচল পরিবহনে কাজ করে। শনিবার ছুটিতে জ্বর নিয়ে বাড়িতে এসে মাকে বলে তার শরীর ব্যথা ও জ্বর। একপর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেললে তাকে দ্রুত স্থানীয় বেসরকারি রাবেয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করালে তার ডেঙ্গু ধরা পড়ে এবং রক্তে প্লাটিলেট কমে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বেসরকারি ইউনিভার্সাল হাসপাতালে রাত ১১টার দিকে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে নেয়ার পর সেখানে ভোর রাত ৪টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

মিজানুর রহমান/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।