অবশেষে ইমিগ্রেশনে ধরা আবু রায়হান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ২৯ আগস্ট ২০১৯

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে আবু রায়হান জিনাতুল আলম (৪০) নামের হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার আবু রায়হান রংপুরের পীরগঞ্জ উপজেলার মোশাররফ হোসেনের ছেলে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি (তদন্ত) মাসুম বিল্লাহ জানান, হত্যা মামলার এক আসামি বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছে- এমন গোপন খবরে বৃহস্পতিবার ভোর থেকে ইমিগ্রেশনে সতর্কতাবস্থা জারি করা হয়। পরে আবু রায়হান জিনাতুল আলম নামের এক যাত্রীকে নজরদারিতে রাখে পুলিশ। ওই যাত্রী কাউন্টারে তার পাসপোর্ট জমা দিলে যাচাই-বাছাই করে তাকে গ্রেফতারর করা হয়। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার আবু রায়হানের নামে বগুড়ার কাহালু থানায় হত্যা মামলা রয়েছে বলেছে বলে জানান তিনি।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেন বলেন, আবু রায়হান জিনাতুল আলম নামের এক আসামিকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ। ইতোমধ্যে বগুড়ার কাহালু থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে। তারা ওই আসামিকে নেয়ার জন্য বেনাপোলের উদ্দেশে রওনা হয়েছেন।

মো. জামাল হোসেন/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।