যশোরে হাসপাতালের ছাদ থেকে রোগীর লাফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯
ফাইল ছবি

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন পারভেজ হোসেন নামের এক যুবক। মঙ্গলবার সকালে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ছাদ থেকে লাফ দেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফের ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে।

পারভেজ হোসেন যশোর সদর উপজেলার বসুন্দিয়া সরকারি পুকুরপাড়ের বাসিন্দা ওলিয়ার রহমানের ছেলে।

আহত পারভেজের বোন শিল্পী খাতুন জানান, ‘মাথায় সমস্যা’ থাকায় সোমবার বিকেলে পারভেজকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে বাথরুমে যাওয়ার কথা বলে হাসপাতালের তিন তলা থেকে সে নিচে লাফ দেয়। এতে সে গুরুতর আহত হয়েছে। তার মাথা থেকে প্রচুর রক্ত পড়েছে এবং ডান হাত ভেঙে গেছে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফের হাসপাতালে ভর্তি করেছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তারেক শামস জানান, ছাদ থেকে লাফিয়ে পড়ে মাথায় আঘাত লাগায় তার মাথার হাড় ভেঙে গেছে। মাথায় ইন্টারনাল ব্লিডিং বন্ধ হচ্ছে না। তার অবস্থা আশঙ্কাজনক।

মিলন রহমান/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।