যশোরে ডেঙ্গুতে প্রাণ গেল দুই সন্তানের জননীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:০৫ এএম, ০১ অক্টোবর ২০১৯

যশোরের চৌগাছায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই সন্তানের জননী সীমা খাতুন (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে যশোর হাসপাতাল থেকে চৌগাছায় নেয়ার পথে তিনি মারা যান।

সীমা খাতুন উপজেলার পাতিবিলা গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী।

পাতিবিলা ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য বিশারত হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সীমা খাতুনের শ্বশুর মফিজুর রহমান জানান, এক সপ্তাহ আগে প্রচণ্ড জ্বর নিয়ে সীমাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। দুদিন পর তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। তবে সেখানে বেড ফাঁকা না পাওয়ায় তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচদিন আইসিইউতে রাখার পর, কোনো উন্নতি না হওয়ায় সোমবার দুপুর ২টার দিকে হাসপাতাল থেকে রিলিজ করে বাড়ি নেয়ার পথে তার মৃত্যু হয়।

হাসপাতালের চিকিৎসক জানান, রোগীর রক্তের প্লাটিলেট ছয় হাজারে নেমে এসেছিল। অবস্থার উন্নতি না হওয়ায় স্বজনরা নিজ দায়িত্বে রিলিজ করিয়ে নিয়ে যায়। পরে ওই রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মিলন রহমান/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।